কাঁথি : রাতভর গাড়ি চালিয়ে সড়ক পথে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিঘায় ছুটে চলেছেন হাজার হাজার পর্যটক।
আর রাতভর গাড়ি চালাতে গিয়ে বহু ক্ষেত্রেই ঘুমিয়ে পড়েন চালক। যার জেরে ঘটে বড়সড় দুর্ঘটনা। সম্প্রতি ১১৬বি জাতীয় সড়কের মারিশদা থানা এলাকায় মুর্শিদাবাদ থেকে রাতভর গাড়ি চালিয়ে এসে দুর্ঘটনার কবলে পড়ে পর্যটক বোঝাই গাড়িটি। চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা বলেই পুলিশের প্রাথমিক অনুমান।
এর জেরে রাতের দিঘা জাতীয় সড়ককে সচল রাখতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ। কাঁথি, মারিশদা, হেড়িয়া, চন্ডীপুর, নন্দকুমার প্রভৃতি থানার পুলিশ রাতভর টহলদারী দিল রাস্তায় দাঁড়িয়ে।
সেই সঙ্গে গাড়ি থামিয়ে চালকদের চোখে মুখে জল দেওয়া হয়েছে। এমনকি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে গরমা গরম চায়ের কাপ। কাঁথি থানা এদিন শতাধিক গাড়ির চালককে চা, জল খাইয়ে সুস্থ ভাবে গাড়ি চালাতে উৎসাহিত করেছেন।