চন্দন বারিক, দিঘা : বঙ্গোপসাগর সংলগ্ন পূর্বমুকুন্দপুর থেকে উত্তর দিকে ভেড়ী বাঁধের ওপর (ঝাউগেড়িয়া, দেউলবাট্টা) এলাকা পেরিয়ে রামনগর দিকে যাওয়ার পথে ভেড়ী বাঁধের দুধারে কাঁটা যুক্ত বাবলা গাছগুলি হওয়ার ফলে যাতাযাতের খুবই অসুবিধা হচ্ছিল।
জনস্বার্থে সেই কাঁটাযুক্ত বাবলা গাছগুলি কেটে পরিষ্কার করে রাস্তায় যাতায়াতের জন্য উপযোগী করে তুললেন এই সংস্থার স্বেচ্ছাসেবক কর্মীরা। কোনও সরকারী সহযোগিতা না নিয়েই নিজেদের স্বেচ্ছাশ্রম দিলেন তাঁরা। সাধারণের সুবিধের কথা ভেবেই নিজেদের সময়ের কিছুটা বিলিয়ে দিলেন তাঁরা।