চন্দন বারিক, মন্দারমনি : একদিকে অমাবস্যা আর তার ওপর আকাশে মেঘ, ঝিরিঝিরে বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া। যার জেরে শনিবার রাত থেকে উত্তাল হয়ে উঠল মন্দামণি, জলধা,তাজপুর,শংকরপুর এলাকার সমূদ্র তট। এদিন মেরিন ড্রাইভ উপচে সমুদ্রেরজল ঢুকে প্লাবিত হল বেশ কয়েকটি এলাকা।
ভিডিওটি দেখুন
সকালে জোয়ারের সময় ব্যাপক পরিমানে জলোচ্ছ্বাস হয়। রামনগর ২ নং ব্লকেরপ্রায় ৭/৮টি গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মন্দারমনি থানার সামনে এক কোমর জল দাড়িয়ে গিয়েছে। প্রত্যেক বছর বর্ষার মরশুমে এই কটি গ্রাম সমুদ্রেরর জল ঢুকে প্লাবিত হয়। চাষবাসেরওপ্রচুর ক্ষতি হয়। এবারে বর্ষা সেই পরিমানে না হলেও সমুদ্র ব্যাপক উত্তাল হয়ে উঠেছে।
অন্যদিকে প্রবল জলোচ্ছ্বাস দেখতে সৈকত শহর তাজপুর, দিঘা, মান্দারমনিতে পর্যটকেরা ব্যাপক ভীড় জমিয়েছেন। প্রশাসনের তরফ থেকে পর্যটকদের নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ করা হয়েছে।