চন্দন বারিক, দিঘা : পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে অ্যাম্বুলেন্স পরিসেবা চালু হল দিঘা থানায়। শুক্রবার সকালে এই পরিষেবার শুভ সূচনা করেন কাঁথি থানার আই.সি. চম্পক রঞ্জন চৌধুরী, ওসি বাসুকি নাথ ব্যানার্জ্জী।
আপৎকালীন সময় পর্যটন কেন্দ্রে অ্যাম্বুলেন্স পেতে অনেক সময় বেগ পেতে হয় পুলিশকে। তাই প্রথমবার জেলায় কোনও পুলিশ স্টেশনের নিজস্ব অ্যাম্বুলেন্স পরিসেবা চালু হর বলে ওয়াকিবহাল মহল জানিয়েছে।
এরফলে উপকৃত হবেনবহু পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারাও। সমূদ্র সৈকতে স্নান করার সময় বহু ক্ষেত্রে অসাবধানতা বশতঃ পাথরে আঘাত লেগে চোট পান পর্যটকরা। সেই সময় পুলিশের ভরসা ছিলো রিক্সা বা মেশিন ভ্যান। তবে এবার থেকে খুব সহজে এই পরিস্থিতিতে দ্রুত পরিষেবা প্রদান করা সম্ভব হবে পুলিশের।
এদিন অ্যাম্বুলেন্সের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্লকের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র, বিশিষ্ট সমাজসেবী বসন্ত কুমার জানা। বর্তমানে সরকারি ভাবে কোনও ড্রাইভার নিযুক্ত হচ্ছে না, তাই গাড়ি চালাতে অভিজ্ঞ সিভিক ভলেন্টিয়ার দিয়েই এই পরিষেবা প্রদান করা হবে বলে দিঘা থানা সূত্রে জানানো হয়েছে।