![]() |
ফাইল ছবি |
চন্দন বারিক, দিঘা : দিঘায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে পর্যটকদের ভীড়। আর সেই সঙ্গে বাড়ছে সড়ক দুর্ঘটনার পরিমানও। তবে একটু সাবধানতা অবলম্বন করলেই দুর্ঘটনা অনেকটা কমিয়ে আনা যায়।
এই জন্যেই পথ চলতি গাড়ি চালকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বুধবার থেকে এক সপ্তাহ ব্যাপী পথ সচেতনতা সপ্তাহ পালন করতে চলেছে দিঘা থানার পুলিশ।
কিভাবে রোধ করবেন দুর্ঘটনা তারই কিছু নিয়ম কানুন জানাচ্ছেন দিঘা থানার ওসি বাসুকী নাথ ব্যানার্জী।
1. রাস্তা পেরোবার আগে ডান দিকে তারপর বাম দিকে এবং আবার ডান দিকে দেখে নেবেন।
2. ফুটপাথ ব্যবহার করুন, কোনো ক্ষেত্রে ফুটপাথ না থাকলে রাস্তার ডানদিক দিয়ে চলুন যাতে এগিয়ে আসা গাড়ি ও বাস দেখতে পান।
ট্রাফিক সিগন্যাল ও অন্যান্য নির্দেশ মেনে চলুন।
3. শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সাহায্য করুন। এরা আপনার সাহায্য চান।
4. অন্ধকারে আলো ব্যবহার করুন।
5. সর্বদা মাপ মত হেলমেট পরবেন এবং সঙ্গের আরোহীকেও হেলমেট পড়ান।
6. সব সময় উপযুক্ত লাইসেন্স সঙ্গে রাখুন এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন।
7. সামনের গাড়ির সঙ্গে পর্যাপ্ত দূরত্ব রাখুন, কেননা সেটি আচমকা ব্রেক কষতে পারে।
8. আইনানুযায়ী নির্ধারিত পরিমাপের রেজিস্ট্রেশন নাম্বার সামনে ও পেছনে লিখুন।
9. মোড় নেওয়ার বা থামার আগে ইঙ্গিত করুন।
10. নিয়মিত গাড়ির ধোঁয়া পরীক্ষা করবেন।
11. মোড় নেওয়ার আগে গতি কমান।
12. সবসময় পথচারী, স্পীডব্রেকার, পটহোল বিষয়ে সজাগ থাকুন।
13. আইনানুসারে বহন ক্ষমতা অনুযায়ী মাল বহন করুন।
14. ওভারটেক করার আগে দেখে নিন বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা।
15. গাড়ি চালানোর সময় নিজে সীটবেল্ট বাঁধুন ও অন্য আরোহীদের সীট-বেল্ট বাঁধতে বাধ্য করুন।
“নিয়ম মেনে চালান যান,
রক্ষা করুন আপন প্রাণ”
16. বাসের ছাদে চড়বেন না এবং চড়তে দেবেন না।
17. ট্রেকার অথবা অটোতে ঝুলন্ত অবস্থায় যাবেন না এবং নিয়ে যাবেননা।
18. সবেগে মোড় নেবেন না।
19. সাইকেল চালাতে চালাতে অন্য সাইকেল বা গাড়ির কারোর সঙ্গে কথাবার্তা বলবেন না।
20. বা দিক থেকে কিংবা মোড় নেওয়ার সময় ওভারটেক করবেন না।
21. বার নামানো থাকলে লেভেল ক্রসিং পেরোনোর চেষ্টা করবেন না।
22. চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করবেন না।
23. দ্বিচক্র যানের চালক পেছনে একজনের বেশি আরোহী চাপাবেন না।
24. মোটর বাইকের সামনে অথবা পেছনে নাম্বার ছাড়া অন্য কিছু লিখবেন না।
25. শুরু রাস্তা কিংবা নো-পার্কিং জোনে গাড়ি পার্ক করবেন না।
26. মাল্টি টোনে মিউজিক্যাল বা এয়ার হর্ন বাজাবেন না।
27. নিস্তব্ধ এলাকায় যেমন অফিস, আদালত , হসপিট্যাল, স্কুল প্রভৃতির সামনে হর্ন বাজাবেন না।
28. ট্রাকে যাত্রী পরিবহন করবেন না।
29. ডাবল লেনে পার্ক করবেন না এতে রাস্তা বন্ধ হয়েযেতে পারে।
30. মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না এবং গাড়িতে ধূমপান করবেন না।
নির্দিষ্ট গতিবেগের বেশি গতিতে গাড়ি চালাবেন না।
31. উপযুক্ত ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না।
32. নির্দিষ্ট স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা করাবেন না। যেখানে সেখানে দাঁড়িয়ে অযথা জ্যাম সৃষ্টি করবেন না।
33. কোনো গাড়ির সাথে অহেতুক গতির প্রতিযোগিতা করবেন না।
34. বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না।
35. রাস্তা পেরোনোর সময় মোবাইল ফোন বা হেডফোন ব্যবহার করবেন না।
36. পথচারীদের জন্য সবুজ আলো না জ্বলা পর্যন্ত রাস্তা পারাপার করবেন না।
ট্রাফিক আইন মেনে চলুন
নিজে বাঁচুন অপরকে বাঁচান।”