দিঘা : সৈকত শহর দিঘা তে দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার রাতে দিঘার এক ব্যবসায়ী বাড়িতে চুরির ঘটনা ঘটে। তার রেশ কাটতে না কাটতেই পরের দিন অর্থাৎ মঙ্গলবার রাতে আবার দোকান ঘরের জালালা ভেঙ্গে প্রায় ৭০ হাজার টাকা চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
সূত্রের খবর, নতুন দিঘার যুব আবাস মোড়ের স্থানীয় জাতীমাটি গ্রামের শ্যামসুন্দর পাত্রের একটি “মা শুভদ্রা” নামের টিফিন সেন্টার রয়েছে। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ী। সকালে দোকান খুলতে এসেব্যবসায়ীর নজরে আসে পেছনের জানালার রড ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে।
ব্যবসায়ী শ্যামসুন্দর জানায় বাইক কেনার জন্য আগের দিন তিনি টাকা তুলে এনেছিলেন। কিন্তু এমন পরিনতি হবে তা কখনও ভাবতে পারেননি তিনি।
এই ঘটনায় দিঘা থানায় চুরির অভিযোগ জানানো হয়েছে। পুলিশ গোটা ঘটনায় তদন্তে শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।