চন্দন বারিক, দিঘা : জোড়া ঘূর্ণাবর্তের জেরে গত দু’দিন ধরেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যে জলে হাবুডুবু খাচ্ছে কলকাতা সহ বহু এলাকা। শুক্রবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাষ রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
এরই মাঝে আবারও সমূদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতরের খবর। তাই বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে মৎস্যজীবিদের সমূদ্রে যেতে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। আগামী ৪৮ ঘন্টা সমূদ্র ব্যাপক উত্তাল থাকবে বলে জানানো হয়েছে।
সতর্কতামূলক বিজ্ঞপ্তি ইতিমধ্যে রাজ্যের মৎস্যকেন্দ্রগুলিতে পাঠিয়ে দিয়েছে সংশ্লিষ্ট দফতর। যে বার্তায় বলা হয়েছে, সমূদ্রের জলের উচ্চতা অনেকটাই বাড়বে। সঙ্গে ঝড়ো হাওয়া থাকায় জলের গতিও বেশ বাড়তে পারে। তাই বিপদ এড়াতে এই সময়ে সমূদ্রে মাছ ধরতে নামার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে।