দিঘা, 26 July : আজ দিঘার আকাশ মেঘলা থাকবে। দিনভর ভারী বৃষ্টিপাতে ও ঝড়ো হাওয়ার দাপট থাকবে।
আজকের দিনে দিঘায় ভরা জোয়ার হচ্ছে সকাল ৮.৪৮ মিনিটে। এবং দ্বিতীয়বার জোয়ার আসবে বিকেল ৩.২৫ মিনিটে।
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০০ সেন্টিগ্রেডের আশেপাশে থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা ২৭০সেন্টিগ্রেডের কাছাকাছি থাকার সম্ভাবনা। আকাশ ৯৩% মেঘলা থাকছে।
বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৩৬ কিমি এর কাছাকাছি। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমান প্রায় ৮১%। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র – ট্টাইডচার্ট.কম