চন্দন বারিক, দিঘা : পথ দুর্ঘটনা কমাতে লাগাতার প্রচারে নামল দিঘা থানা। শুক্রবার দিঘা থানার উদ্যোগে পুলিশ কর্মী থেকে ছাত্রছাত্রীরা পথে নেমে প্রচার শুরু করেছে।
রাস্তায় মোটর বাইক নিয়ে গেলে হেলমেটের ব্যবহারের পাশাপাশি চারচাকা চালালে অবশ্যই সিট বেল্ট বেঁধে যাতায়াত করলে দুর্ঘটনাজনিত বহু মৃত্যুর ঘটনা রোধ করা সম্ভব।
এদিন বেলার দিকে দিঘা থানার ওসি বাসুকি নাথ ব্যানার্জীর নেতৃত্বে দিঘা বর্ডার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এসে শেষ হয় নিউ দিঘার ত্রিকোণ পার্কে।
এই মিছিলে সামিল হয় পদিমা রামপ্রসাদ জুনিয়ার হাইস্কুলের প্রায় ৫০ জন ছাত্রছাত্রী। সেই সঙ্গে নুলিয়া, সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশের কর্মীরাও মিছিলে পা মেলান।
এছাড়াও দিঘা থানা এলাকায় প্রতিনিয়ত সচেতনতা অভিযান চালানো হচ্ছে বলে দিঘা থানার ওসি জানিয়েছেন।