চন্দন বারিক, দিঘা : পথ দুর্ঘটনা কমাতে লাগাতার প্রচারে নামল রামনগর থানা।শনিবার রামনগর থানার উদ্যোগে পুলিশ কর্মী থেকে ছাত্রীরা পথে নেমে প্রচার শুরু করেছে।
রাস্তায় মোটর বাইক নিয়ে গেলে হেলমেটের ব্যবহারের পাশাপাশি চারচাকা চালালে অবশ্যই সিট বেল্ট বেঁধে যাতায়াত করলে দুর্ঘটনাজনিত বহু মৃত্যুর ঘটনা রোধ করা সম্ভব।
এদিন বেলার দিকে রামনগর থানার ওসি সত্যজিৎ চানকের নেতৃত্বে রামনগর থানা মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গোটা রামনগর বাজার পরিক্রমা সচেতনতা কর্মসূচি পালিত হলো।
এইমিছিলে সামিল হয় রামনগর বালিকা বিদ্যালয়ের ৫০ জন ছাত্রী। সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশের কর্মীরাও মিছিলে পা মেলান।
এছাড়াও রামনগর থানা এলাকায় প্রতিনিয়ত সচেতনতা অভিযান চালানো হচ্ছে বলে রামনগর থানার ওসি জানিয়েছেন।