চন্দন বারিক, দিঘা : মদ্যপ অবস্থায় দিঘার সমূদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল বিহারের এক পর্যটক। তবে তাঁর পরিবারের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন কর্তব্যরত নুলিয়া ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। ঢেউয়ের সঙ্গে লড়াই করে তাঁরা পর্যটককে উদ্ধারে সমর্থ হয়েছেন।
গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। আহত এই পর্যটকের নাম মুকেশ কুমার (২৬)। তাঁর বাড়ি বিহারের পাটনার ধানরুয়া থানার হাসুবপুর এলাকায়।
দিঘা থানা সূত্রে জানা গেছে, এদিন বেলা ১১.১৫টা নাগাদ পরিবারের অন্যান্যদের সঙ্গে নিউ দিঘার হলিডে হোম ঘাটে স্নান করতে নামে। পুলিশের সতর্কতায় কোনও কান না দিয়েই মদ্যপ অবস্থায় সমূদ্রে স্নান করতে যায় ওই যুবক। আর তারপরেই উত্তাল ঢেউয়ে তলিয়ে যেতে থাকে সে।
ওই সময় নুলিয়া ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা ছুটে এসে জলে ঝাঁপিয়ে পড়েন। অনেক চেষ্টার পর তাঁরা ওই পর্যটককে আশংকাজনক অবস্থায় উদ্ধার করেন। তাঁদের প্রচেষ্টায় এই যাত্রায় প্রাণে বাঁচেন ওই পর্যটক।