চন্দন বারিক, দিঘা : এক পর্যটককে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করা গেলেও এদিনই আর এক পর্যটকের মৃত্যু হল দিঘার অদূরে উড়ষ্যার উদয়পুর ও তালসারি মাঝামাঝি এলাকার সমূদ্রে স্নান করার সময়।
মৃত পর্যটকের নাম সুমন পাল (২৯)। তিনি কলকাতার দমদম এলাকার বাসিন্দা। তাঁকে উদ্ধার করে সঙ্গীসাথীরাই দিঘা হাসপাতালে নিয়ে এসেছে। হাসপাতালের চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে জানিয়েছেন।
খবর পেয়ে হাসপাতালে গিয়েছে দিঘা থানার পুলিশ। এদিন দুপুর নাগাদ তালসারির সমূদ্রে স্নান করার সময় সবার চোখের সামনেই তলিয়ে যেতে থাকে ওই ব্যক্তি। সঙ্গীরা তাঁকে অনেক চেষ্টার পর সঞ্জাহীন অবস্থায় উদ্ধার করলেও তাঁকে প্রাণে বাঁচানো যায়নি।