চন্দন বারিক, দিঘা : দিঘা কোস্টাল থানা এলাকার একটি বেসরকারী হোটেলের সুইমিং পুলের জলে ডুবে মৃত্যু হল এক পর্যটকের। বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে ওল্ড দিঘা এলাকায়।
মৃত পর্যটকের নাম স্বপন বনিক (৪২)। তিনি হুগলীর চুঁচুড়ার ১নং গান্ধী কলোনির বাসিন্দা। এদিন স্ত্রী ও বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন তিনি।
সূত্রের খবর, এদিন বেলা ৩টে নাগাদ সকলে যখন সুইমিং পুলে স্নান করছিলেন সেই সময় সেখানে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলছিলেন স্বপনবাবু। হঠাৎই তিনি সুইমিং পুলে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্বপনবাবু তাঁর এলাকায় একটি রান্নার গ্যাস বিতরক সংস্থায় কর্মরত ছিলেন বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া পরিবার ও পরিজনদের মধ্যে।