চন্দন বারিক, দিঘা : সুদূর উত্তর ২৪ পরগণার ইচ্ছাপুর থেকে সপরিবারের দিঘায় এসেছিল জয়সওয়াল পরিবার। ওল্ড দিঘার বিশ্ববাংলা ঘাটের কাছে গাড়ি পার্কিং করে তাঁরা সবেমাত্র গিয়ে দাঁড়ান সমূদ্রের ঢালু পাড়ে। আর মুহূর্তের মধ্যে জলের তোড়ে টানা হয়ে যায় তিনজন।
কর্তব্যরত নুলিয়াদের চেষ্টায় ২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনের কোনও সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে সমূদ্রে তল্লাশিতে নামে দিঘা কোষ্টাল থানা ও দিঘা থানার পুলিশ। দীর্ঘ তল্লাশির পর বিকেল ৪.৩০টা নাগাদ ঘটনাস্থল থেকে সামান্য দূরে বিশাল জয়সওয়াল (২০) নামের যুবকের মৃতদেহটি উদ্ধার হয়েছে।
এই ঘটনায় মারাত্মক ভেঙে পড়েছেন মৃতের পরিবারের লোকেরা। তাঁরা জানিয়েছেন, দিঘায় আসার পরেই তাঁরা সমূদ্র দেখতে যান। সেই সময় হঠাৎই জলের তোড়ে বিশাল সহ তাঁর দুই ভাই তলিয়ে যায়। সবাইকে উদ্ধার করা গেলেও চোখের নিশেষে হারিয়ে যায় বিশাল। ছেলেটি ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বলে জানিয়েছে তাঁর পরিবার।