চন্দন বারিক, দিঘা : বৃহস্পতিবার সকালে দিঘার সমূদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। এছাড়াও আরও দুই কিশোরকে উদ্ধার করেছে কর্তব্যরত নুলিয়ারা। নিখোঁজ পর্যটকের নাম বিশাল জয়সওয়াল (১৯)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার ইচ্ছাপুরে।
সূত্রের খবর, বাবা, মা ও পরিবারের আত্মীয়দের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিল জয়সওয়াল পরিবার। বৃহস্পতিবার সকালে তাঁরা ওল্ড দিঘার বিশ্ববাংলা ঘাটের কাছে স্নান করতে নামে। সেই সময়ই ৩ কিশোর জলে তলিয়ে যায়।
কর্তব্যরত নুলিয়ারা দেখতে পেয়েই ছুটে এসে জলে ঝাঁপিয়ে বিশালের ভাই বিবেক (১৫) এবং মামাত ভাই শংকরকে উদ্ধার করে। তবে ততক্ষণে জলে নিখোঁজ হয়ে গিয়েছে বিশাল। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে বিশালের পরিবার।
তাঁরা জানিয়েছেন, সকলেই এক জায়গায় স্নান করছিলেন। হঠাৎই জলের তোড়ে তিনজনে তলিয়ে যেতে থাকে। দু’জনকে উদ্ধার করা গেলেও বিশালের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর সন্ধানে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।