চন্দন বারিক, দিঘা : দিঘা থেকে মেদিনীপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল যাত্রী বোঝাই একটি বাস। এই ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছে।
আহতদের উদ্ধার করে দিঘা হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে রামনগরের ফতেপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, বাসটি প্রচন্ড গতিতে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এঈ ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত সংবাদ ও ছবি সম্পূর্ণ ভাবে নিউজবাংলা.কম এর স্বত্বাধীন। বিনা অনুমতিতে লেখা ও ছবি কপি করা আইনত দন্ডনীয়।
বাসটি আচমকা রাস্তার পাশের গাছে ধাক্কা মারলে ছিটকে পড়েন যাত্রীরা। বেশ কয়েকজন যাত্রী সহ বাসের চালক আহত হয়েছেন। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর।
আহতদের দ্রুত উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এঁদের মধ্যে অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।