চন্দন বারিক, দিঘা : উত্তাল সমূদ্রে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মদ্যপ অবস্থায় অথবা বিপজ্জনক জায়গায় নেমে স্নান করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
এই নিয়ে টানা সচেতনতার প্রচার, সমূদ্রের পাড়ে ব্যাপক পরিমানে পুলিশ, নুলিয়া, ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের নিয়োগ করেও দুর্ঘটনা কমার লক্ষণ নেই।
গত ২ বছরের তুলনায় এবছর দিঘা সমূদ্রে মৃত্যুর হার অনেকগুন বেশী। যদিও নুলিয়া ও ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের তৎপরতায় এবছর প্রাণে বেঁচেছেন বহু পর্যটক। না হলে মৃত্যুর হার আরও অনেক বেশী হতে পারত।
তবে সব কিছুকে ছাপিয়ে পর্যটকদের বেপরোয়া মনোভাবকে কিছুতেই বাগ মানছে না। আর তাই পুলিশও এই পর্যটকদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে।
রবিবার সকালে সমূদ্রে যখন স্নানের হিড়িক পড়েছিল সেই সময় পরিস্থিতি পর্যবেক্ষণে যান খোদ দিঘা থানার ওসি বাসুকি নাথ ব্যানার্জী। এই সময়ই বেশ কিছু পর্যটক পুলিশের নিষেধ উপেক্ষা করেই বিপজ্জনক দূরত্বে গিয়ে স্নান করছিলেন।
বারবার তাঁদের উঠে আসতে বললেও কোনও কর্ণপাত করেনি তাঁরা। এরপরেই বাধ্য হয়ে দুই পর্যটককে গ্রেফতার করেছে পুলিশ। ওসি বাসুকি নাথ ব্যানার্জী সাফ জানিয়েছেন, কিছু বেপরোয়া পর্যটকের জন্যই প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এদের বিরুদ্ধে তাই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।