চন্দন বারিক, দিঘা : ট্যুরিস্ট বাসে দিঘা বেড়াতে এসে শুক্রবার সকালে সমূদ্রের পাড়ে যাওয়ার সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পর্যটকের। মৃত পর্যটকের নাম পতিত মন্ডল (৫০)।
তাঁর বাড়ি নদীয়ার তেহট্ট থানার ধরপাড়া এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে বাসে করে তাঁরা নদীয়া থেকে বেরিয়েছিলেন এবং আজ ভোরপ তিনি একদল পর্যটকের সঙ্গে বাসে করে দিঘায় বেড়াতে এসেছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি যখন বাস থেকে নেমে নিউ দিঘার সমূদ্রের দিকে যাচ্ছিলেন সেই সময় রাস্তায় তিনি হৃদরোগে আক্রান্ত হন।
রাস্তায় পড়ে গিয়ে তিনি ছটফট করতে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মী ও নুলিয়ারা তৎক্ষণাৎ ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।
এরপরেই মৃতের ফোন থেকে তাঁর সঙ্গে আসা পর্যটকদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা এসে মৃতদেহটি সনাক্ত করেন। পরে পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য কাঁথি হাসপালাতে পাঠিয়েছে।
আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp