চন্দন বারিক, দিঘা : এই দেশের মানুষ, এদেশের সংস্কৃতির ভালোবাসার টানে নিজের মাতৃভূমি ছেড়ে এই দেশকেই আপন করে নিয়েছিলেন ভগিনী নিবেদিতা। এদেশের মানুষের প্রতি তাঁর অগাধ ভালোবাসাকে ভুলে যায়নি এদেশের মানুষও।
রবিবার নিউদীঘা উম্যান ওয়েলফেয়ার এসোসিয়েসান সাড়ম্বরে পালন করল নিবেদিতার জন্মদিনটিকে। আজ সকালে দিঘা বাইপাশে সিস্টাৱ নিবেদিতা মূর্তিতে মাল্যদানেৱ মাধ্যমে বর্ণাঢ্য অনুষ্ঠানটির সূচনা কৱেন সংস্থাৱ সম্পাদিকা ভাস্বতী শৌন্ড।
নাচ, গান, আবৃত্তির মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হল নিবেদিতা-ৱ জন্ম দিনটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাৱ প্রায় ৬০ জন সদস্যা।
এছাড়াও উপস্থিত ছিলেন পদিমা-১ পঞ্চায়েত সদস্যা মায়াৱানী বন, মনোৱমা গুচ্ছাইত প্রমূখরাও। বর্তমান প্রজন্মের কাছে ভগিনী নিবেদিতা মহান আদর্শকে তুলে ধরাই এই সংস্থার উদ্দেশ্য বলে জানিয়েছেন তাঁরা।
আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp