চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : নিউ দিঘার একটি হোটেলের ছাদ থেকে সটাং রাস্তায় গিয়ে পড়ল এক পর্যটক। রবিবার বেলা ১২টা নাগাদ এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আহত পর্যটককে উদ্ধার করে প্রথমে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই ব্যক্তিকে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সূত্রের খবর, শনিবার ঝাড়খন্ডের দেওঘর থেকে দিঘায় বাবা মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল রবি মিশ্রা (৩৫)। ছেলেটি সামান্য মানসিক ভারসাম্যহীন বলে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে।
আজ বেলা ১২টা নাগাদ ছেলেটির বাবা যখন হোটেলের ঘরে শুয়ে ছিলেন, আর মা স্নান করছিলেন সেই সময় ছেলেটি হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। এমন সময় আচমকাই ছেলেটি সটাং ব্যালকনি থেকে নীচে এসে পড়ে।
সবার চিৎকারে ছেলেটির বাবা ও মা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। ছেলেটির পেট এই দুর্ঘটনায় ফেটে গিয়ে নাড়িভুঁড়ি বাইরে বেরিয়ে আসে। তাঁকে গুরুতর আহত অবস্থায় এখন কাঁথি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে।
মোবাইলে দিঘার আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp