চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : হেলিকপ্টার মাটি ছুঁতেই বেজে উঠল শঙ্খধ্বনি। মহিলাদের মুহুর্মুহু শঙ্খধ্বনির মাঝেই হেলিপ্যাড থেকে পায়ে হেঁটে স্ব-পার্ষদ বেরিয়ে এলেন তিনি। স্থানীয় পদিমা-১ গ্রাম পঞ্চায়েতের ১ হাজার মহিলা শঙ্খধ্বনি করে তাঁকে স্বাগত জানান।
এরপরেই তিনি সোজা গিয়ে পৌঁছেছেন ওল্ড দিঘার সৈকত আবাসে। যেখানে আগে থেকে চূড়ান্ত সুরক্ষা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকায়। আগামী ৩ দিন এই সৈকত আবাসেই থাকছেন তিনি।
সময় পেলেই সকাল এবং সন্ধ্যে বেলায় এই সৈকত আবাসের সামনের সমূদ্রের পাড়েই পায়ে হেঁটে ঘুরে বেড়ানো মুখ্যমন্ত্রীর বিশেষ পছন্দের। তাই মঙ্গলবার সকাল থেকেই এই গোটা এলাকা নো-এন্ট্রি জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
শঙ্খধ্বনিতে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়া হচ্ছে, দেখুন ভিডিওটি-
সাধারণ মানুষ এই কয়েকটা দিন সৈকত আবাসের সামনের সমূদ্রের পাড়ে যেতে পারবেন না। গোটাটাই ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
যদিও গত কয়েকদিন দিঘার বাইপাস রাস্তা খারাপ থাকায় সেখানে কাজ চলছে। তাই ওল্ড দিঘার মেন রাস্তা দিয়েই গাড়ি আপ ও ডাইন রুটে যাতায়াত করছে। মুখ্যমন্ত্রী আসার সময় কিছু সময়ের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হলেও মুখ্যমন্ত্রী হোটেলের ঘরে চলে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে।
মোবাইলে দিঘার আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp