চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : শীতের আমেজ। তার সঙ্গে বড়দিনের ছুটি। স্বাভাবিক ভাবেই বাড়ি ছেড়ে নদী বা সমূদ্রের পাড়ে পিকনিকের মজাই আলাদা। প্রতি বছর তাই ২৫ ডিসেম্বর দিঘা পর্যটনকেন্দ্রে ভীড় জমান লক্ষাধিক পর্যটক।
তবে এবার আর দিঘার সমূদ্রের তটে বা ইচ্ছেমতো যে কোনও ঝাউবনে পিকনিক করতে পারছেন না পর্যটকরা। কারন, এবার বহু নিয়ম নীতি আরোপ করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। অধিকাংশ ঝাউবনেই এবার পিকনিকে রয়েছে নিষেধাজ্ঞা।
তার ওপর আবার নিউ দিঘার অধিকাংশ জায়গায় ঝাউবন থেকে সমূদ্রের তটে যাওয়ার রাস্তা পাচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এছাড়াও নিউ দিঘার পিকনিক স্পট ভেঙে তৈরী হয়েছে মার্কেট। তাই সমূদ্র পাড়ের ঝাউবনের সৌন্দর্যে পিকনিকের আমেজ এবার অনেকটাই ফিকে পড়ে গিয়েছে।
এবার দিঘায় যানজট আটকাতে শহরের ভেতরে কোনও ট্যুরিস্ট বাসকেই আর ঢুকতে দেওয়া হয়নি। পরিবর্তে হেলিপ্যাডের পাশে প্রস্তাবিত বাসস্ট্যান্ড এলাকায় তাঁদের পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে সমূরদ্রের দূরত্ব অনেকটাই। তাই বাসে করে দিঘায় পিকনিকে আসা মানুষদের এবার সমূদ্রের ঢেউ দেখতে অনেকটাই কসরত করতে হচ্ছে।
দেখুন ভিডিওটি-
দিঘা থানা সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে দিঘায় লক্ষাধিক পর্যটকের ভীড় হয়েছে। তবে কোনও রকম অঘটন যাতে না ঘটে তার জন্য বিপুল পরিমানে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মী এব নুলিয়া নিয়েগ করা হয়েছে। কেউ যদি অপ্রকৃতিস্থ অবস্থায় সমূদ্রে নামার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইলে দিঘার আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp