চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : ২০১৮ কে বিদায় জানিয়ে আগমন ঘটন ২০১৯-এর। রাত্রি ১২টায় বিশ্বজুড়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে বর্ণোজ্জ্বল আলোকছটার মধ্যে দিয়ে। মঙ্গলবার নতুন ইংরেজী বছরের প্রথম সকাল।
এই সময়টিকে স্মরণীয় করে রাখতে কে না চায়। তাই বছরের প্রথম সকালের নতুন সূর্যোদয় দেখতে দিঘা সময় সৈকত নগরীতে রয়েছে উপচে পড়া ভীড়। এদিন সকালে প্রথম সূর্যোদয় দেখতে অনেক আগে থেকেই সমূরের পাড়ে ভীড় জমান পর্যটকরা।
তবে প্রকৃতিও আজ বিরূপ করেনি কাউকেই। শীতের সকালে আকাশটা কিন্ত বেশ পরিষ্কার। তার ফলেই সৈকত শহরে খুব সুন্দর ভাবেই দেখা মিলল সূর্যদেবের।
উজ্জ্বল লাল আভায় ভরা সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সমূদ্রের জলে ছড়িয়ে পড়ে সোনালি আলোর ছটা। পর্যটকরা তখন সমূদ্রের পাড়ে থিকথিকে ভীড়। বর্ষ বরণের সকালে এমন মনোরম সুপ্রভাতে মোহিত হয়ে গিয়েছেন সকলেই।
মোবাইলে দিঘার আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp