চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : গত দু’মাসে প্রায় ২০টিরও বেশী খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে পর্যটকদের হাতে তা ফিরিয়ে নজির গড়ল দিঘা থানার পুলিশ। সেই সঙ্গে ডিসেম্বর মাসেই মোবাইল চোর সন্দেহে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ১৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দিঘা থানা সূত্রে জানা গেছে, এই এলাকায় মাঝে মধ্যেই মোবাইল চুরির অভিযোগ নিয়ে থানায় আসেন পর্যটকরা। তদন্তে দেখা যায়, কিছু অসাধু চক্র এর পেছনে জড়িয়ে থাকে। তাই কড়া হাতেই এই মোবাইল চুরি চক্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে দিঘা থানা।
সম্প্রতি এমনই একটি মোবাইল চুরির অভিযোগ জানিয়েছিলেন পর্যটক রিয়া কর। পুরানো দিঘার বিশ্ববাংলা উদ্যানের কাছে তাঁর একটি দামী ফোন খোয়া যায়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে এএসআই অমিতাভ মুখার্জি মোবাইল ফোনটি উদ্ধার করেন। এরপর ফোনটি ওই পর্যটকের হাতে তুলে দেওয়া হয়েছে।
হারিয়ে যাওয়া ফোন পুনরায় হাতে পেয়ে আপ্লুত রিয়া। পুলিশের এমন কাজের জন্য প্রশংসা করেন তিনি।
মোবাইলে দিঘার আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp