চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : আজ ভোররাতে দিঘার নিউ মার্কেটের একটি দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দমকমের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন ভোর প্রায় সাড়ে তিনটে নাগাদ পুরনো দিঘার নেহেরু মার্কেটে একটি মাদুরের দোকানে আগুন দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায়। নিউ মার্কেটে ঢোকার মুখে পূর্ণ বেজ এৱ মাদুরের দোকান ছিল।
অন্য দিনের মতো কালকেও দোকান বন্ধ করে বাড়ি চলে যায় সে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভোর সাড়ে তিনটে নাগাদ দোকানের ভেতর থেকে আগুনের ফুলকি দেখা যায়। সেই সঙ্গে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরিয়ে আসতে থাকে।
স্থানীয়রা খবর দেয় মোহনা কোস্টাল থানায় এবং রামনগর ফায়ার স্টেশনে। দমকলের একটি ইঞ্জিন প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনায় দোকানে থাকা মালপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়দের সূত্রে খবর প্রচুর টাকার মালপত্র ছিল এই দোকানে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষাধিক টাকার বেশি ছাড়িয়ে যেতে পারে। দমকল সূত্রের খবর, শর্ট সার্কিটের কারনেই আগুনের ঘটনা ঘটেছে।পর পর দোকান থাকায় বড় দুর্ঘটনা ঘটে যেত। তবে সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রন নিয়ে আসায় বড়সড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
মোবাইলে দিঘার আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp