চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : মঙ্গলবার সন্ধ্যায় দিঘা মোহনায় গঙ্গামেলা দেখতে এসেছিলেন উড়িষ্যার একদল পূণ্যার্থী। রাতে অটোয় চেপে বাড়ি ফেরার সময় দিঘার কাজু উদ্যানের কাছে একটি অজ্ঞাত পরিচয় স্করপিও গাড়ি সজোরে অটোতে ধাক্কা মারে।
এই ঘটনায় অটোর ৮ জন যাত্রী জখম হন। খবর পেয়ে দিঘা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে ৪ শিশু ও ৩ মহিলা এবং একজন প্রৌঢ় ছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হলেও রাত্রি প্রায় ১২.৩০টা নাগাদ প্রৌঢ়ের মৃত্যু হয়েছে।
মৃত ব্যাক্তির নাম পূর্ণেন্দু ঘড়াই (৬৩)। তিনি উড়িষ্যার বালেশ্বর জেলার ভোগরাই থানার মধুপুর পোস্ট কুহুলডিয়া গ্রামের বাসিন্দা। এই ঘটনার খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ঘাতক স্করপিও গাড়িটির খোঁজ করছে দিঘা থানার পুলিশ।
সেই সঙ্গে বুধবার বেলার দিকে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে দীঘা মোহনা থানার পুলিশ।