দিঘাট্রিপ.কম ডেস্ক :সমুদ্র সৈকতে তো বিনোদনের নানারকম পসরা দেখেছেন তার মধ্যে খেলাধূলা থেকে বিনোদন সবটাই জানা। চোখের সামনে সৈকতভূমিকে যদি অন্যস্বাদে উপভোগ করার সুযোগ পান তাহলে মন্দ কি!
শৈল্পিক কাজের প্রদর্শনের এবারের ডেস্টিনেশান ‘সি সাইড অফ দীঘা’। যেখানে আর্ট ক্যাম্প, এক্সজিবিশন, ওয়ার্কশপ, কালচারাল প্রোগ্রাম সবকিছুই একসাথে পাবেন। নতুন বছরের প্রথমেই দীঘা তটভূমি উপভোগ করার অভিনব ভাবনা প্রকাশ করল বিএম ফাইন আর্ট অ্যান্ড কালচার।
আগামী ২৩ জানুয়ারী থেকে ২৫ জানুয়ারী পর্যন্ত চলবে দীঘার সৈকতভুমিতে এই “ইন্টারন্যাশনাল সি সাইড আর্ট ক্যাম্প”। এই আর্ট ক্যাম্পে মফঃস্বলের বহু নতুন প্রতিভার খোঁজ মিলবে বলেই আশা করছেন সংস্থার কর্তারা। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু শিল্পী যোগ দেবেন এই ক্যাম্পে।
আগামী ২৩ তারিখ উক্ত অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত থাকছেন ডঃ রশ্নি কমল, ভিটালি ভাসিলিভ (রাশিয়া), নার্গিস সোমা (বাংলাদেশ), ইরিনা দেসিভকায়া (রাশিয়া), শ্রেয়াংসী মানু (জয়পুর), শ্যামসুন্দর যাদব (নেপাল), অরুন কুমার চক্রবর্তী (কলকাতা), পৃথ্বীরাজ সেন (কলকাতা)।
মোবাইলে দিঘার আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp