দিঘাট্রিপ.কম : দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবীতে আন্দোলনের জেরে প্রায় ১ ঘন্টা অন্ধকারে ডুবে রইল দিঘা সমূদ্র সৈকত। সন্ধ্যে নেমে গেলেও বহুক্ষণ পর্যন্ত জ্বলল না রাস্তা ও সমূদ্র পাড়ের আলো।
পরে পুলিশের হস্তক্ষেপে আলোচনার মাধ্যমে বিক্ষোভকারীদের আন্দোলন থেকে সরিয়ে আনা সম্ভব হয়েছে। তারপরেই অস্থায়ী কর্মীরা রাস্তার আলো জ্বালাতে সম্মত হন বলে জানা গেছে।
দেখুন ভিডিও প্রতিবেদন –
সূত্রের খবর, ডিএসডিএ’তে বর্তমানে প্রায় ৬০ থেকে ৬৫ জন কর্মী কাজ করেন। যারা দিনে প্রায় ২৪৫ টাকা মজুরিতে কাজ করছেন। এঁরাই প্রতিদিন দিঘার রাস্তার আলো জ্বালানো সহ বহু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব সামলান।
সোমবার এই কর্মীরা তাঁদের দাবী দাওয়ার বিষয়ে ডিএসডিএ’কে একটি স্মারকলিপি দিতে গেলে তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ। এরপরেই তাঁরা বিক্ষোভ শুরু করেন। যার জেরে অফিসেই আটকে পড়েন কর্মীরা। সন্ধ্যে নেমে এলেও আলো জ্বালানো হয়নি।
পরে দিঘা মোহনা থানার ওসি সঞ্জীব দত্ত’র মধ্যস্থতায় বিক্ষোভ উঠে যায়। খুব শীঘ্রই বৈঠকে বসে কর্মীদের দাবী দাওয়া নিয়ে আলোচনা হবে আশ্বাস পেয়েই তাঁরা বিক্ষোভ তুলে নেন।
মোবাইলে দিঘার আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp