চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : বৃহস্পতিবার দিঘা সমূদ্রে মৎস্যজীবিদের জালে ধরা পড়ল একটি বিশালাকায় মাছ, নিলামে যার বাজারদর উঠল প্রায় আড়াই লক্ষ টাকা।
মৎস্যজীবিরা জানিয়েছেন, এদিন দিঘা মোহনার মার্কেটে এই বিশালাকায় মাছটি আনা হয়েছিল মা রেনুকা ফিস ট্রেডার্সের কাঁটায়। এই কাঁটার মালিক দেবাশীষ জানা জানিয়েছেন, মাছটি প্রায় হাফ কুইন্টাল ওজনের ছিল।
একাধিক মৎস্যজীবির মধ্যে মাছটিকে নিলামে তোলা হয়। শেষ পর্যন্ত নদীয়ার মৎস্যজীবি প্রেমানন্দ সেন মাছটি কেজি প্রতি প্রায় ৪,৭০০ টাকায় কিনেছেন। সেই হিসেবে মাছটির দাম উঠেছে ২ লক্ষ ৩৯ হাজার ৭০০ টাকা।
প্রেমানন্দবাবু জানিয়েছেন, এই মাছটি হল একটি তেলিয়া ভোলা। এই মাছ বিশেষ কিছু কারনে অত্যন্ত মূল্যবান। জীবনদায়ী ঔষধ তৈরি সহ একাধিক কাজে মাছের দেহাংশ দরকার হয়। তাই মাছটির বাজারদর এত বেশী।
মোবাইলে দিঘার আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp