দিঘাট্রিপ.কম : বৃহস্পতিবার গভীর রাতে দিঘা শহর জুড়ে ছড়ানো হল একটি লিফলেট। যেখানে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের সিইও-কে উদ্দেশ্য করে একরাশ কটুক্তি করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
তবে কে বা কারা এই কান্ড ঘটিয়েছে তা এখনও পরিষ্কার নয়। এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। শুক্রবার সকাল হতেই বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় বাসিন্দা সূর্যকান্ত পাত্র, চন্দন পয়ড়্যারা জানিয়েছেন, গোটা দিঘা শহর জুড়েই কেউ বা কারা এই লিফলেটগুলি ছড়িয়েছে। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত গোটা এলাকায় এই হ্যান্ডবিল দেখতে পান তাঁরা। সাদা কাগজে কম্পিউটারে দিঘার প্রশাসককে উদ্দেশ্য করে কবিতার মাধ্যমে কটুক্তি করা হয়েছে।
সকালে বাজারে আসা প্রত্যেকেই ঘটনাটি দেখে যথেষ্ট চমকে উঠেছে। কারন এই ভাবে আগে কখনও এমন ঘটনা দেখেনি দিঘার মানুষ। তবে দিঘা থানা সূত্রে জানা গেছে, তাঁদের কাছে এই ধরণের কোনও অভিযোগ এখনও আসেনি। ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে।
মোবাইলে দিঘার আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp