চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : শুক্রবার সকালে দিঘা রেল স্টেশন থেকে ওল্ড দিঘা পর্যন্ত আয়োজিত হল ৩কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নেন ২৬ জন প্রতিযোগী।
সেই সঙ্গে শুক্রবার বিকাল ৪টায় থানা কম্পাউন্ডের মধ্যেই শুরু হয় ১৬ টিমের ক্যারাম প্রতিযোগিতা। দূরদূরান্তের প্রতিযোগিৱা খেলায় অংশ নিতে হাজির হন থানা চত্বরে। শনিবার বিকালে অনুষ্ঠিত হচ্ছে জমজমাট ভলিবল টুর্নামেন্ট।
৮টি দল অংশগ্রহণ কৱবে এই খেলায়। যেখানে জয়ী এবং রানার্স দলের হাতে শংসাপত্র সহ তুলে দেওয়া হবে সুদৃশ্য ট্রফি। দীঘা জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারি সৌম্য ভট্টাচার্য্য জানিয়েছেন, পুলিশ এবং পাবলিক রিলেশন বাড়াতে এই সম্প্রীতি কাপের আয়োজন করা হয়েছে।
যারা আমাদের ডাকে সাড়া দিয়ে খেলায় অংশগ্রহণ এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন কৱেন ওসি।
মোবাইলে দিঘার আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp