চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : দিঘায় বেড়াতে এসে হোটেলের ঘরে আত্মঘাতী হল এক যুবক। সিলিং ফ্যানে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে সে। মৃত যুবকের নাম শুভঙ্কর ব্যানার্জী (২৫)।
তাঁর বাড়ি কলকাতার রিজেন্ট পার্ক থানার পূর্ব পুটিয়ারির দক্ষিণ পাড়ায়। তাঁর বাবার নাম ভাস্কর ব্যানার্জী। বুধবার সন্ধ্যে নাগাদ ওল্ড দিঘার একটি হোটেলে এসে উঠেছিল ছেলেটি।
রাতে সাধারণ ভাবেই খাওয়া দাওয়া সেরে হোটেলের ঘরে ঢুকে যায় সে। কিন্তু বৃহস্পতিবার সকালে অনেক বেলা পর্যন্তও ছেলেটি দরজা না খোলায় হোটেল কর্মীরা দরজায় ধাক্কা দিতে শুরু করেন।
পরে জানালার ফাঁক দিয়ে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছে ছেলেটি। ঘটনাটি দেখতে পেয়েই হোটেল কর্মীরা দিঘা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
কিন্তু কি কারনে এই আত্মহত্যা তা এখনও পরিষ্কার নয়। ছেলেটির কাছে থাকা পরিচয় পত্র দেখে জানা গেছে, গত শিক্ষাবর্ষে ছেলেটি ন্যাশনাল ওপেন স্কুল থেকে উচ্চমাধ্যমিকে পড়েছে। তবে তার কাছ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ঘটনার কারন জানতে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
মোবাইলে দিঘার আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp