দিঘাট্রিপ.কম : দিঘার হোটেলে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম সাহিনসা দেহু (২২)। তাঁর বাড়ি নদীয়ার তেহট্টের কানাইনগর এলাকায়। যুবকের সঙ্গে থাকা এক নাবালিকার যুক্তি ছেলেটি নিজের বিয়ের কথা গোপন করেই তাঁকে নিয়ে দিঘায় এসেছিল ওই প্রেমিক যুবক।
এখানে এসে তাঁর বিয়ের বিষয়টি জানাজানি হয়ে যেতেই ছেলেটি আত্মঘাতী হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিঘা মোহনা থানার পুলিশ। নাবালিকা মেয়েটিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতের দিকে নিউ দিঘার হোটেলে এসে উঠেছিল ওই যুবক ও নাবালিকা মেয়েটি। নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তাঁরা হোটেলে ওঠে। কিন্তু বৃহস্পতিবার ভোরের দিকে মেয়েটি জানতে পারে তাঁর প্রেমিক যুবকটি আগে থেকেই বিবাহিত। তাঁর দুই সন্তানও রয়েছে বাড়িতে।
ঘটনা জানতে পেরেই দু’জনের মধ্যে চূড়ান্ত বচসা হয়। পরে শুক্রবার দুপুরের দিকে মেয়েটি যখন ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছিল সেই সুযোগেই নাকি ছেলেটি সিলং ফ্যানে ঝুলে পড়ে। তবে মেয়েটি তা দেখতে পেয়েই চিৎকার করার পাশাপাশি তাঁকে ফাঁসি থেকে নামিয়ে বিছানায় শুইয়ে রাখে।
এদিকে মেয়েটির আওয়াজ শুনে ছুটে আসে হোটেলের কর্মীরা। তাঁরা যুবকটিকে বিছানায় সঞ্জাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটিকে উদ্ধারের পাশাপাশি মেয়েটিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
মোবাইলে দিঘার আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp