দিঘাট্রিপ.কম : পথ চলা শুরু করল দিঘা বিজ্ঞান কেন্দ্রের নতুন গবেষনাগারটি। মঙ্গলবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে গবেষনাগারটির উদ্বোধন করেন রাজ্যের পরিবেশ ও পরিবহন দপ্তর এর মন্ত্রী শুভেন্দু অধিকারী।
উদ্বোধনের পর গোটা গবেষণাগারটি ঘুরে দেখেন মন্ত্রী। সেই সঙ্গে উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি। এদিনের অনুষ্ঠানে ৱামনগৱ-১ ব্লকের পাঁচটি স্কুলের ছাত্র ছাত্রীরা ‘ইনোভেশন হাব‘-এ অংশগ্রহণ করে।
এদিন ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য ৩৪টি আসন বিশিষ্ট বাস দেওয়ার কথা ঘোষণা করলেন মন্ত্রী। বাসটি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ দ্বারা পরিচালিত হবে। দীঘা সায়েন্স সেন্টার-এর প্রজেক্টর ইনচার্জ নিরঞ্জন গুপ্তা জানিয়েছেন, আজ থেকেই এই ইনোভেশন হাবেৱ মেম্বারশিপ পাওয়া যাবে।
যে কোন স্কুল চাইলে এর সদস্য হতে পারবে। নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা নতুন কিছু আবিষ্কারের চিন্তা ধারা নিয়ে থাকলে তাদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন নিরঞ্জনবাবু। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন পর্ষদ দীঘা শঙ্করপুর এক্সিকিউটিভ অফিসার সুজন দত্ত, সুরেন্দ্র কুমার বিড়লা সাইন্স সেন্টারের কো-অর্ডিনেটর প্রমূখরা।
মোবাইলে দিঘার আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp