দিঘাট্রিপ.কম : সুদূর হুগলী থেকে গত মঙ্গলবার দিঘায় বেড়াতে এসেছিলেন ইশান আকবর (২৮) ও তাঁর স্ত্রী জামেলা খাতুন। এসে উঠেছিলেন তাঁরা ওল্ড দিঘার একটি হোটেলে। শুক্রবার সকালে আচমকাই মৃত্যু হল ইশানের। এই ঘটনায় হতবাক তাঁর স্ত্রী।
খবর পেয়ে দিঘা মোহনা থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে। সূত্রের খবর, হুগলীর বাঁশবেড়িয়ার শঙ্খনগর সিটি’র ইসলাম পাড়ার বাসিন্দা ঈশান স্ত্রীকে বিয়ে দিঘায় বেড়াতে আসেন।
শুক্রবার সকালে আচমকাই তিনি অসুস্থ বোধ করেন। হোটেল কর্মীরা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কোন সমস্যার জেরে এমনটা হল তা পরিষ্কার নয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
মোবাইলে দিঘার আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp