চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : শনিবার রাত্রি ১০.১৫টা নাগাদ নিউ দিঘার পুলিশ হলিডে হোমের পাশে একটি খাওয়ারের হোটেল ভয়াবহ আগুনে পুড়ে গিয়েছে। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে হাত লাগালেও পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
হোটেল কর্মীরা জানিয়েছেন, এদিন রাতে হঠাৎই দোকানের রান্নাঘরে আগুন লেগে যায়। হোটেল কর্মী থেকে শুরু করে পাশাপাশি ব্যবসায়ীরাও ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আসতে চেষ্টা করে।
ইতিমধ্যে খবর পেয়ে রামনগর থেকে দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে। দমকলের কর্মীদের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আসে। হোটেলটির মালিক জয়কৃষ্ণ গিরি জানিয়েছেন, এই অগ্নিকান্ডের ঘটনায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে।
হোটেলের আসবাবপত্র, ফ্রিজ সহ দামী সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। দমকল এসে আগুন না নেভালে আশেপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়তে পারত বলে তাঁর আশংকা। তবে স্থানীয় বাসিন্দারা এদিন যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন জয়কৃষ্ণবাবু।
মোবাইলে দিঘার আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp