চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : সোমবার নিউ দীঘার মেৱিনা ঘাটে স্নান করতে নেমে চোরা বালিতে তলিয়ে যাওয়া এক কিশোরকে উদ্ধার করল কর্তব্যরত নুলিয়ারা। উদ্ধার হওয়া পর্যটকের নাম অমিত দাস (১২)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুৱ থানাৱ বেলেঘাটায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবারই দীঘা ঘুরতে আসে দাস পরিবার। তাঁরা এসে নিউ দিঘার একটি বেসরকারি হোটেলে ওঠে। সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মেৱিনা ঘাটে স্নান করতে নামে তারা।
তবে সবার অলক্ষ্যে অমিত চোরাবালিতে তলিয়ে যায়। সেই সময় পাশেই স্নানৱত পর্যটকদের চিৎকারে ছুটে আসে লুলিয়ারা। তাঁরাই জলে ঝাঁপিয়ে তড়িঘড়ি উদ্ধার করে ওই কিশোরকে। তাঁকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
কিশোরের বাবা অজিত দাস জানিয়েছেন, যে জায়গাটায় স্নান করছিলাম ওইখানে খুব বেশি জল ছিল না। কিন্তু ওখানে বেশকিছু চোরাবালির গর্ত সৃষ্টি হয় যেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না। সেই কারণে এমন বিপত্তি ঘটে গেল।
প্রশাসনের উচিত ওই জায়গাগুলি স্নান করার ক্ষেত্রে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা। নয়তো যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই সঙ্গে লুলিয়াদেরকেও ধন্যবাদ জানান তাঁর ছেলেকে বাঁচানোর জন্য।
স্থানীয় সূত্রে জানা গেছে ফনির ঘূর্ণিঝড়ের পর দীঘা সমুদ্রে বেশ কিছু স্নানের জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে যেগুলি জোয়ারের সময় বোঝার কোন উপায় থাকেনা। সেই সব জায়গায় পর্যটকেরা স্নান করতে নেমে প্রায়শই বিপদের মুখে পড়ছে।