চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : শুক্রবার বেলার দিকে নিউ দিঘার ক্ষণিকা ঘাটের অদূরে স্নানে নেমে ঢেউয়ের ধাক্কায় তলিয়ে গিয়েছিল কলকাতার আড়িয়াদহ এলাকার বাসিন্দা মহম্মদ কোয়াইশ (১৮)। গোটা দিন ধরে তাঁর সন্ধানে তল্লাশি চালানোর পরেও কোনও খোঁজ মেলেনি।
অবশেষে শনিবার খুব সকালে ওল্ড দিঘার ঘাটে উদ্ধার হয়েছে ছেলেটির মৃতদেহ। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে চিকিৎসকরা জানান, অনেক আগেই মৃত্যু হয়েছে তাঁর।
এরপরেই ছেলেটির দেহ সনাক্ত করে তাঁর বন্ধুরা। গতকাল থেকে গভীর উৎকণ্ঠায় তাঁরা পুলিশের সঙ্গে ছুটে বেড়িয়েছে সমূদ্রের পাড়ের সর্বত্র। প্রাণের বন্ধুকে এভাবে হারাতে হবে তা ভাবতেও পারেনি কেউ। আজ দেহটিকে ময়না তদন্তে পাঠানো হচ্ছে।
ইতিমধ্যে খবর পেয়ে মৃতের পরিবারের লোকেরাও ছুটে এসেছে দিঘা থানায়। গতকাল ভোরের দিকেই বন্ধুদের সঙ্গে দিঘায় যাওয়ার জন্য বেরিয়ে এসেছিল ছেলেটি। তার কয়েক ঘন্টার মধ্যে যে এমন বিপদ নেমে আসবে পরিবারের ওপর তা কেউই আন্দাজ করতে পারেননি। ঘটনার আকস্মিকতায় তাই সকলেই বিহ্বল।