চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : রবিবার দুপুর নাগাদ কয়েক ঘন্টার ব্যবধানে আচমকাই ওল্ড দিঘায় ভেসে উঠল দুই যুবকের মৃতদেহ। তবে তারা কোথায় ও কবে ডুবেছে তা পরিষ্কার নয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বেলা আড়াইটা নাগাদ ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে প্রথম মৃতদেহটি ভেসে ওঠে। দেহটিকে দেখতে পেয়েই দিঘা থানার পুলিশ দেহটিকে উদ্ধার কর। এই যুবকের নাম মহঃ রাজ। বাড়ি ২৯/৭ এপিসি রোড, নারকেলডাঙা, কলকাতা।
এরা প্রায় ১৬ জন গতকাল এসেছে দিঘায়। আজ সকাল ৬টা থেকে দুজন বন্ধুকে পাওয়া যাচ্ছিল না। সবাই ভেবেছিল, ওরা হয়তো ঘুরতে গিয়েছে। কিন্তু দেহ উদ্ধারের খবর পেয়ে থানায় এসেই তাদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। এখনও তাঁদের আর এক বন্ধু নিখোঁজ রয়েছে।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার একটি মৃতদেহ ভেসে ওঠে জগন্নাথ ঘাট ও হাসপাতাল ঘাটের মাঝামাঝি এলাকায়। তবে এই যুবকেরও কোনও পরিচয় জানা যায়নি।
দিঘা থানা সূত্রে জানা গেছে, এখনও থানায় কোনও যুবকের নিখোঁজ হওয়ার অভিযোগ আসেনি। তাই উদ্ধার হওয়া দেহটি দিঘাতেই ডুবেছে কিনা তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।
এই কারনেই পাশের রাজ্য উড়িষ্যার উদয়পুর, তালসারির পাশাপাশি দিঘার সংলগ্ন থানা গুলোতেও দেহ উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে।