দিঘাট্রিপ.কম : বৃহস্পতিবার বেলা ১০.৩০টা নাগাদ চাউলখোলা থেকে মন্দারমণি যাওয়ার রাস্তায় রানিয়া বাসস্ট্যান্ড এলাকায় পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। মৃতের নাম মিতালী বর (২৩)। তিনি পূর্ব রানিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, মহিলা জল আনার জন্য রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি ম্যাজিক গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। আশংকাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করে। এর জেরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গ্রামবাসীদের অভিযোগ, রাস্তায় গাড়িগুলি অত্যন্ত দ্রুত গতিতে ছুটে বেড়ায়। পদে পদে বাঁক থাকলেও পুলিশের নজরদারী না থাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রায়শই মৃত্যুর ঘটনা ঘটে। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে রাস্তায় যানজট তৈরি হয়েছে।
খবর পেয়ে মন্দারমণি কোষ্টাল থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়েছে। গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


——- বিজ্ঞাপন ——-
