চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : নিজেদের জীবনের পরোয়া না করেই পর্যটকদের বাঁচাতে প্রতিনিয়ত দূরন্ত ঢেউয়ে ঝাঁপিয়ে পড়েন দিঘা সহ মন্দারমনি, তাজপুরে কর্তব্যরত নুলিয়ারা। তাঁদের তৎপরতায় প্রতিবছর শতাধিক পর্যটক মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন।
এই নুলিয়ারা না থাকলে বছরে পর্যটকের মৃত্যুর হার যে কয়েকগুণ বেড়ে যেত তা আর কহতব্য নয়। এমনই ৪ নুলিয়াকে সাহসিকতার পুরষ্কার দিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভি. সলোমন নেশাকুমার।
এই ৪ নুলিয়া হলেন নিৱঞ্জন শীট, গৌতম প্ৰধান, সুব্ৰত দুয়াৱি ও তপন জানা। এদের প্রত্যেকের হাতে নগদ আড়াই হাজার টাকা করে পুরষ্কার মূল্য তুলে দেওয়া হয়েছে।
সাহসিকতাৱ সঙ্গে বহু পর্যটককে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে তোলার জন্য তাঁদের উৎসাহিত করতে এই পুরষ্কার বলে জেলা পুলিশ কর্তা জানিয়েছেন।
পাশাপাশি পুলিশ আধিকারীকের কাছ থেকে এমন পুরষ্কার পেয়ে আপ্লুত নুলিয়ারাও। আসলে প্রতিদিন রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করেই সমূদ্রের পাড়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রতিনিয়ত নজরদারী চালিয়ে যান নুলিয়ারা। কোনও পর্যটক জলে ডুবতে থাকলে নিজেদের প্রাণের মায়া ত্যাগ করেই নুলিয়ারা তাঁদের তুলে আনেন।


