চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : শুক্রবার বেলার দিকে হাওড়া থেকে দিঘা গামী তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রমনিকান্ত প্রধান (৮১)। তাঁর বাড়ি রামনগর থানার হিরারামপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলা ১০টা নাগাদ তাম্রলিপ্ত এক্সপ্রেস যখন দিঘার দিকে যাচ্ছিল সেই সময় রামনগরের ঠিকরার কাছে ট্রেন লাইন পারাপার করছিলেন ওই প্রৌঢ়। তিনি কিছু বুঝে ওঠার আগেই দ্রুতগামী ট্রেনে ধাক্কা লেগে ছিটকে পড়েন তিনি।
এরপর ট্রেনটি চলে গেলেও লাইনের পাশেই পড়ে থাকে মৃতদেহটি। পরে ঘটনার খবর পেয়ে দিঘা জিআরপি’র পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে। সেটিকে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

