চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : দিঘার সমূদ্রে বেপরোয়া ভাবে বোট চালাতে গিয়ে আবারও ঘটল দুর্ঘটনা। শুক্রবার সকালে দিঘার সমূদ্রে স্নান করার সময় এক পর্যটককে সজোরে ধাক্কা মারে একটি স্পিড বোট। যার জেরে মারাত্মক চোট পায় ওই পর্যটক।
আহত পর্যটকের নাম ৱাকেশ বাগ(১৭)। তাঁর বাড়ি হুগলীর খানাকুলের হায়েদারপুর এলাকায় বলে জানা গেছে। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হল, এমন একটি দুর্ঘটনার বিষয়ে দিঘা থানাকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই ওই আহত পর্যটককে উদ্ধার করে সোজা কাঁথির দারুয়া হাসপাতালে ভর্তি করে বোট সংস্থা SRMT।
ওই সংস্থার এক কর্মী ছেলেটিকে উদ্ধার করে কাঁথিতে নিয়ে যায়। সেখানে আবার ছেলেটিকে পর্যটক পরিচয় না দিয়ে তাঁকে নুলিয়া বলে চালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে ঘটনা প্রকাশ্যে আসায় ওই বোট সংস্থা নিজেদের গা বাঁচানোর চেষ্টা চালায়।
তবে বিষয়টি নজরে আসার পরেই দিঘা থানার পক্ষ থেকে সমূদ্রে জয়ফুল রাইডিংয়ে ব্যবহৃত সমস্ত স্পিড বোট চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। কি কারনে এই দুর্ঘটনা তার তদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত সমূদ্রে স্পিড বোট নামাতে নিষেধ করা হয়েছে।
তবে এই ঘটনায় বোট পরিচালনকারী সংস্থার কোনও বক্তব্য জানা যায়নি। জেলা পুলিশ কর্তারা জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে কিভাবে বারে বারে স্পিড বোটের ধাক্কায় দিঘায় পর্যটকরা জখম হচ্ছেন সে বিষয়টি নিয়ে সুস্পষ্ট কোনও মন্তব্য কোনও তরফ থেকেই পাওয়া যায়নি।
আহত পর্যটক রাকেশ বাগ জানিয়েছে, সে স্নান করার সময় আচমকাই বোটটি তাঁর ওপরে চড়াও হয়ে যায়। এই ঘটনায় তাঁর হাতে ও বুকে জোরালো আঘাত লেগেছে। এই মুহূর্তে হাসপাতালে তাঁর হাতের অস্ত্রোপচার হয়েছে।

