চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : শনিবার সকালে দিঘা’র হেলিপ্যাড ময়দানের পাশের জমি থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে এলাকার বাসিন্দারা মাঠের পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পাশাপাশি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। তবে কেউই ওই ব্যক্তিকে চেনেন না বলে জানিয়েছেন।
এরপরেই পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তাঁর পরনে ছিল হাফ প্যান্ট ও একটি নীল রঙের গেঞ্জি। তিনি কি কারনে ওই জায়গায় এলেন তাও এখনও জানা যায়নি।
পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠাচ্ছে। সেই সঙ্গে গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

