দিঘাট্রিপ.কম : উত্তরপূর্ব বঙ্গোপসাগরে ঘণীভূত ভারী নিম্নচাপের জেরে আগামী কয়েকটা দিন উত্তাল থাকছে দিঘার সমূদ্র। তার ওপর আবার অমাবস্যার ভরা কোটালে ফুলে উঠেছে সমূদ্রের জল।
তাই কোনও রকম বিপদ যাতে না ঘটে তাই দিঘার ভরা সমূদ্রে পর্যটকদের নামায় নিষেধাজ্ঞা জারি করেছে দিঘার পুলিশ প্রশাসন।
ইতিমধ্যে মাইক নিয়ে শুরু হয়েছে প্রচার। কোনও ভাবেই যাতে প্রশাসনের নজর এড়িয়ে কেউ সমূদ্রে নেমে যেতে না পারেন তারজন্য বাড়ানো হয়েছে নজরদারীও। প্রশাসন সূত্রে খবর, আগামী ৩ থেকে ৪ দিন আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা রয়েছে।
সেই সঙ্গে ভরা কোটালে সমূদ্রের জল বেশ বিপজ্জনক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে অসতর্ক ভাবে সমূদ্রে নামার চেষ্টা করলে যে কোনও সময় বড় ধরণের বিপদ নেমে আসতে পারে।
দিঘার উত্তাল ঢেউয়ের একঝলক দেখে নিন –
গত কয়েক মাসে যেভাবে পর্যটকদের মৃত্যুর ঘটনা ঘটেছে তার পর এমন এক গুরুত্বপূর্ণ সময়ে কোনও প্রকার রিস্ক নিতে নারাজ স্থানীয় প্রশাসন।