মিলন পন্ডা, দিঘাট্রিপ.কম : বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন সাত সকালে মন্দারমণির উত্তাল সমূদ্র থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। মন্দারমণিতে কর্মরত দুই নুলিয়া ওই মৃতদেহটিকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে মন্দারমণির সোনার বাংলা হোটেলের সামনের সমূদ্রে ওই মৃতদেহটিকে দেখতে পান দুই নুলিয়া মহিদুল আলি ও সাহেদ আলি। তাঁরা তৎক্ষণাৎ জলে নেমে দেহটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
খবর পেয়ে মন্দারমণি কোষ্টাল থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, দেহটি কোনও মৎস্যজীবি বা পর্যটকের হতে পারে।
এই কারনেই আশেপাশের সমস্ত থানায় মৃতদেহ উদ্ধারের বিষয়ে খবর পাঠানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও থানাতেই নিখোঁজ ব্যক্তির সম্পর্কে অভিযোগ রয়েছে কিনা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, দেহের কোথাও আঘাতের তেমন চিহ্ন দেখা যায়নি।
মৃত যুবকের পরনে রয়েছে একটি হাফ প্যান্ট ও কোমরে গামছা জড়ানো রয়েছে। তাই দেহটি পর্যটকের বা মৎস্যজীবির হওয়ার সম্ভাবনাই প্রবল। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।