দিঘাট্রিপ.কম : একদিকে ভরা কোটাল, আর তার সঙ্গে মেঘলা আকাশের জেরে চলছে ঝড়ো হাওয়া। যার জেরে জোয়ারের সময় মারাত্মক উত্তাল হয়ে উঠেছে দিঘার সমূদ্র।
প্রশাসনের তরফে সমূদ্রে নামায় কোনও নিষেধাজ্ঞা না থাকায় বোল্ডার ও কংক্রিটের চাতাল পেরিয়ে সমূদ্রে স্নান করতে নেমে চূড়ান্ত বিপদ ডেকে আনছেন পর্যটকেরা।
রবিবার বেলার দিকে এমনই দুটি পৃথক ঘটনায় সমূদ্রে নিখোঁজ হয়ে গিয়েছেন এক ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নাম শেখ মানিক। তাঁর বাড়ি বর্ধমানের মেমারি এলাকায়। তবে তাঁর স্ত্রী অনুসূয়া বেগমকে উদ্ধার করেছে কর্তব্যরত নুলিয়ারা। স্নানে নেমে ওই দম্পতি তলিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
দিঘার উত্তাল সমূদ্রে কি ঘটল আজ দেখুন ভিডিওটি-
নিখোঁজ ব্যক্তির সন্ধানে সমূদ্রে স্পিড বোট নামিয়ে চলছে জোরদার তল্লাশি। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির কোনও খোঁজ মেলেনি।
অন্যদিকে এদিনই নিউ দিঘার ক্ষণিকা ঘাটে স্নানে নেমে তলিয়ে যায় সৌরভ মন্ডল(১৭) নামের এক কিশোর।
হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা সৌরভ ট্যুরিস্ট বাসে করে ৫০ জনের একটি দলের সঙ্গে দিঘায় এসেছিল। উত্তাল সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যায় সে। নুলিয়ারা তাঁকেউদ্ধার করে ভর্তি করেছে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে।