চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : রবিবার বেলার দিকে নিউ দিঘার ক্ষণিকা ঘাটে নিজেদের জীবন বিপন্ন করেও মৃত্যুর মুখ এক পর্যটককে বাঁচালেন কর্তব্যরত নুলিয়ারা।
উদ্ধার হওয়া পর্যটক কলকাতার টালীগঞ্জের বাসিন্দা রঞ্জিত গুপ্তা (৩৫)।
তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাত বন্ধু মিলে গতকালই দীঘায় বেড়াতে এসেছিলেন ওই ব্যাক্তি। তাঁরা এসে নিউ দিঘার একটি বেসরকারি হোটেলে ওঠেন।
রবিবার বেলা ১২ টা নাগাদ নিউ দীঘার ক্ষণিকা ঘাটে মদ্যপ অবস্থায় স্নান করতে নামেন ওই ব্যাক্তি।
বিষয়টি নুলিয়াদের নজরে পড়ে তিনি তলিয়ে যাওয়ার সময়। নুলিয়ারা দ্রুত জলে ঝাঁপ দিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।