চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : ৬ বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল দিঘা স্টেট জেনারেল হাসপাতালে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। দিঘা থানা ও দিঘা কোস্টাল থানার পুলিশের দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল নাগাদ জ্বর ও বমি নিয়ে দীঘা হাসপাতালে ভর্তি হয় জাতিমাটি গ্রামের লক্ষী জানার পুত্র রাজদীপ জানা।
শিশুটির পরিবারের অভিযোগ, হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসার জন্য তাদের শিশু পুত্রের মৃত্যু ঘটনা ঘটেছে। এর জন্য হাসপাতালে ডাক্তার এবং নার্সের চরম অবহেলাকেই দায়ী করেছেন পরিবারের লোকেরা।
এই ঘটনার পরেই হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর আত্মীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও হাসপাতালের সুপার বিষ্ণুপদ বাগের আশ্বাসে বিক্ষোভকারীরা আশ্বস্ত হন।
গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে জানান সুপার।সেই সঙ্গে চিকিৎসক বা অন্যদের গাফিলাতির প্রমান পেলে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে সুপার জানিয়েছেন।