দিঘাট্রিপ.কম : দিঘাগামী পর্যটকদের একটি গাড়ির সঙ্গে একটি মোটর বাইকের মুখোমুখি ধাক্কার ঘটনায় দুই বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার রাত্রি ৯.১৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে ১১৬বি জাতীয় সড়কের কাঁথির মহিষাগোট বাসস্ট্যান্ডের কাছে। এই ঘটনার জেরে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়।
তবে এখনও পর্যন্ত মৃত দুজনের কোনও পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাঁথি থানার পুলিশ। তাঁরা দেহদুটিকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে পাঠিয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকেও উদ্ধার করেছে।